মা তোমার জন্য মাগো আমি তোমার জন্য আনতে পারি সারা দুনিয়ার সুখ যেমন করে সম্ভব মাগো, দেখতে চাই তোমার হাসি মাখা মুখ . তোমার বুক ভাসে জদি নয়ন জলে পুরব আমি জাহান্নামে জ্বলে , তোমায় ছাড়া দুনিয়া পুরোটাই আঁধার মাগো আমি তোমার জন্য দিতে পারি সাত সমূদ্র তের নদী পার তার পর ও তুমি বলো মা করব কি আর ? তুমি যদি বল মা তবে আমি দিব অগ্নিকুন্ডে সাতার . এম , মোহাম্মাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন