আমার ভাবনা
না কাটানো মুহুর্তের কথা না আসা মুহুর্তের কথা না আসা কালকের দিনের কথা না আসা দিনের কথা
ভুলাইয়া সারা দুনিয়া সব ভুলে ভাব এই মুহুএর্তের কথা
ভাবনা শুধু এই মুহুর্তের ? এম .আর .আলাম
যাহা পাবার তত পেয়ে যাবে যাহা হারাবার তাতো হারিয়ে যাবে
যাহা হবার তাতো হয়ে যাবে
তবে কেন এত ভাবনা ?
ভাব না শুধু এই মুহুর্তের ?
যে আসবার ও তো আসবেই
যে চলে যাবার ও তো যাবেই সময় চলে তার আপন চ্ছন্দতে
থামাতে চাইলেও থামবে না
তবে কেন এত ভাবনা ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন