ভয় পেলাম
জীবনের খোজে আমি মরনের কতখানি কাছে এসে গেছি.
যখন ভাবলাম তখন ভয় পেয়ে গেলাম
কোথা হতে আজ আমি কোথায় এলাম ?
আমি এমন এক সফরে চলেছি যার কোনো ঠিকানা নেই ,
আমি সারা জীবন যা করেছি তার কোনো সফলতা নেই .
এক খুশির খোজে ছিলাম আমি, কতখানি দুঃখ পেলাম
যখন ভাবলাম আমি ভয় পেয়ে গেলাম .
ভাব আমি কতখানি বেকায়দায় ছিলাম
যাহা ছিলনা করার তাও করে গেলাম .
পিছন ফিরে দেখলাম যখন
আমার অবস্থা দেখে আমি,ভয় পেলাম
এম ,মোহাম্মদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন