বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২
সোমবার, ২৮ মে, ২০১২
ভয় পেলাম
জীবনের খোজে আমি মরনের কতখানি কাছে এসে গেছি.
যখন ভাবলাম তখন ভয় পেয়ে গেলাম
কোথা হতে আজ আমি কোথায় এলাম ?
আমি এমন এক সফরে চলেছি যার কোনো ঠিকানা নেই ,
আমি সারা জীবন যা করেছি তার কোনো সফলতা নেই .
এক খুশির খোজে ছিলাম আমি, কতখানি দুঃখ পেলাম
যখন ভাবলাম আমি ভয় পেয়ে গেলাম .
ভাব আমি কতখানি বেকায়দায় ছিলাম
যাহা ছিলনা করার তাও করে গেলাম .
পিছন ফিরে দেখলাম যখন
আমার অবস্থা দেখে আমি,ভয় পেলাম
এম ,মোহাম্মদ
শুক্রবার, ২৫ মে, ২০১২
বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২
My life of the best
Don't break my heart,
I have to tell this to you only that
It ls very difficult to survive without you.
Don't break my heart
Your face my...........
Your face is the dream of my eyes
Beside you ,I don't have anybody
Who is close to me
Nobody is close to me
Don't break my heart
Don't break my heart
M-Mohammad
মঙ্গলবার, ২২ মে, ২০১২
মা তোমার জন্য
মাগো আমি তোমার জন্য আনতে পারি সারা দুনিয়ার সুখ
যেমন করে সম্ভব মাগো, দেখতে চাই তোমার হাসি মাখা মুখ .
তোমার বুক ভাসে জদি নয়ন জলে
পুরব আমি জাহান্নামে জ্বলে ,
তোমায় ছাড়া দুনিয়া পুরোটাই আঁধার
মাগো আমি তোমার জন্য দিতে পারি সাত সমূদ্র তের নদী পার
তার পর ও তুমি বলো মা করব কি আর ?
তুমি যদি বল মা
তবে আমি দিব অগ্নিকুন্ডে সাতার .
এম , মোহাম্মাদ
আমার ভাবনা
না কাটানো মুহুর্তের কথা না আসা মুহুর্তের কথা না আসা কালকের দিনের কথা না আসা দিনের কথা
ভুলাইয়া সারা দুনিয়া সব ভুলে ভাব এই মুহুএর্তের কথা
ভাবনা শুধু এই মুহুর্তের ? এম .আর .আলাম
যাহা পাবার তত পেয়ে যাবে যাহা হারাবার তাতো হারিয়ে যাবে
যাহা হবার তাতো হয়ে যাবে
তবে কেন এত ভাবনা ?
ভাব না শুধু এই মুহুর্তের ?
যে আসবার ও তো আসবেই
যে চলে যাবার ও তো যাবেই সময় চলে তার আপন চ্ছন্দতে
থামাতে চাইলেও থামবে না
তবে কেন এত ভাবনা ?
রবিবার, ২০ মে, ২০১২
এই হল আমার দেশের গর্ব . আমরা তার জন্য কিছু বলতে পারি এবং করতে পারি , যিনি নিজ প্রচেস্ত্টাতে আপন দেশের জন্য কিছু করতে চায় .বা করে
আর এর বিপরীতে দেখুন আমাদের দেশের নেত্রী নিজের স্বার্থ ও আপন জনবল বৃদ্ধি করার জন্য উঠে পরে লেগেছে একে অপরের পিছে . তারা বাংলার সাধারণ জনগনের কথা না ভেবে . আমাদের দেশের কথা না ভেবে তারা লেগে আছেন পিতা আর পতি নিয়ে .তারা ভাবছে না দেশের বর্তমান ও আগামী
দিনের কথা . আর আমরা সাধারণ জনগণ ও ভাবিনা এই দুই নেত্রীকে ছাড়া . কেন আমরা অবুঝ থেকে বেরিয়ে আসি না. আমাদের কি উচিত না আমার দেশের জন্য ভালো কোনো লোককে বেছে নেওয়া ?
আর এর বিপরীতে দেখুন আমাদের দেশের নেত্রী নিজের স্বার্থ ও আপন জনবল বৃদ্ধি করার জন্য উঠে পরে লেগেছে একে অপরের পিছে . তারা বাংলার সাধারণ জনগনের কথা না ভেবে . আমাদের দেশের কথা না ভেবে তারা লেগে আছেন পিতা আর পতি নিয়ে .তারা ভাবছে না দেশের বর্তমান ও আগামী
দিনের কথা . আর আমরা সাধারণ জনগণ ও ভাবিনা এই দুই নেত্রীকে ছাড়া . কেন আমরা অবুঝ থেকে বেরিয়ে আসি না. আমাদের কি উচিত না আমার দেশের জন্য ভালো কোনো লোককে বেছে নেওয়া ?
আমাদের দেশের্ পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে এতে কোন কিছু মন্তব্য করা কঠিন হয়ে পরেছে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)