শনিবার, ২৮ জুলাই, ২০১২
সোমবার, ৪ জুন, ২০১২
দিনের শেষে রাত্রি আসে ,সেও চলে যাবার জন্য উদগ্রীব হয়ে থাকে . সময় যেন তার নিয়ন্ত্রণকে অতিক্রম করে খুব দ্রুত চলতে চায় ,সময় চলে যায় আমার বয়স বাড়ে.কিন্তু নির্দিষ্ট সময়ের বানানো স্বপ্ন ,তা যেন পূর্ণ হতে চায় না .সবকিছু যেন কুয়াশার আড়ালে চলে .আপন জীবন ভবিশ্যত এর স্বপ্ন বুনতে চাইলে ,সেখানে অনেক কিছুই ছকে আকা হয়ে যায় ক্ষনিকের মাঝে ,মনে হয় কে যেন একে দিয়ে গেল মনের ব্যানারে কোন Professional artist বিনা রং তুলির আচড়ে. কত সুন্দর সাজানো চিত্র ভেসে বেড়ায় দুচোখের সামনে ,মনে হয় যেন সব কিছু হয়ে গেছে . শুধু তার দুয়ার উন্মোচন করার অপেক্ষায় দাড়িয়ে আছে স্বজনেরা . আমি যেন তা উন্মোচনের প্রধান অতিথী .কিন্তু সবকিছু যে সৃষ্টিকর্তার হাতে রয়ে গেছে এটা যেন ভাবতেই চাই না , তাই আজ আমরা মনের খেয়ালে ,শয়তানের ধোকায় যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছি .!!!!!!!! এম ,মোহাম্মদ
শনিবার, ২ জুন, ২০১২
সময় বয়ে চলেছে তার আপন গতিতে , কিন্তু মন চলে যায় তার আপন অতীত দিনগুলির মাঝে . খুজে বের করে অতীত দিনের আনন্দঘন মহুর্তকে . অতীত দিনগুলির আনন্দঘন ব্যস্তময় প্রতিম্হুর্ত আজ মনের মাঝে ভেসে বেড়ায়.
মনে হয় যেন কোনো চালক নির্মাতার চলমান কাহিনী চিত্র সুন্দর করে চালাচ্ছে দৃশ্যমান ভাবে , ছবির পর্দার চেয়েও স্পষ্ট .
আর তা অদৃশ্যতার বেড়াজালে আটকানো রয়েছে , হাসি আড্ডা আর ক্স্তমাখা মুহুর্তগুলো . তাইতো বার বার সামনে ভেসে ওঠে আর বর্তমান সময়ের মাঝে আধিপত্য বিস্তার করে . সত্যি তা দারুন আনন্দময় ও কষ্টের অতীত মুহুর্তগুলি ! M. Mohammad
বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২
"The night is very sleepy
The moon is also lost in its own mood.
Say, whatever is there in your heart
Every moment, at every place
I can see your vision.
Without you, even a single moment
My heart is very restless.
I keep searching you over here
I keep searching you over there.
The occasion is very pleasant
The moonlight is spread across everywhere
Say, whatever there in your heart"
M-Mohammad
সোমবার, ২৮ মে, ২০১২
ভয় পেলাম
জীবনের খোজে আমি মরনের কতখানি কাছে এসে গেছি.
যখন ভাবলাম তখন ভয় পেয়ে গেলাম
কোথা হতে আজ আমি কোথায় এলাম ?
আমি এমন এক সফরে চলেছি যার কোনো ঠিকানা নেই ,
আমি সারা জীবন যা করেছি তার কোনো সফলতা নেই .
এক খুশির খোজে ছিলাম আমি, কতখানি দুঃখ পেলাম
যখন ভাবলাম আমি ভয় পেয়ে গেলাম .
ভাব আমি কতখানি বেকায়দায় ছিলাম
যাহা ছিলনা করার তাও করে গেলাম .
পিছন ফিরে দেখলাম যখন
আমার অবস্থা দেখে আমি,ভয় পেলাম
এম ,মোহাম্মদ
শুক্রবার, ২৫ মে, ২০১২
বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২
My life of the best
Don't break my heart,
I have to tell this to you only that
It ls very difficult to survive without you.
Don't break my heart
Your face my...........
Your face is the dream of my eyes
Beside you ,I don't have anybody
Who is close to me
Nobody is close to me
Don't break my heart
Don't break my heart
M-Mohammad
মঙ্গলবার, ২২ মে, ২০১২
মা তোমার জন্য
মাগো আমি তোমার জন্য আনতে পারি সারা দুনিয়ার সুখ
যেমন করে সম্ভব মাগো, দেখতে চাই তোমার হাসি মাখা মুখ .
তোমার বুক ভাসে জদি নয়ন জলে
পুরব আমি জাহান্নামে জ্বলে ,
তোমায় ছাড়া দুনিয়া পুরোটাই আঁধার
মাগো আমি তোমার জন্য দিতে পারি সাত সমূদ্র তের নদী পার
তার পর ও তুমি বলো মা করব কি আর ?
তুমি যদি বল মা
তবে আমি দিব অগ্নিকুন্ডে সাতার .
এম , মোহাম্মাদ
আমার ভাবনা
না কাটানো মুহুর্তের কথা না আসা মুহুর্তের কথা না আসা কালকের দিনের কথা না আসা দিনের কথা
ভুলাইয়া সারা দুনিয়া সব ভুলে ভাব এই মুহুএর্তের কথা
ভাবনা শুধু এই মুহুর্তের ? এম .আর .আলাম
যাহা পাবার তত পেয়ে যাবে যাহা হারাবার তাতো হারিয়ে যাবে
যাহা হবার তাতো হয়ে যাবে
তবে কেন এত ভাবনা ?
ভাব না শুধু এই মুহুর্তের ?
যে আসবার ও তো আসবেই
যে চলে যাবার ও তো যাবেই সময় চলে তার আপন চ্ছন্দতে
থামাতে চাইলেও থামবে না
তবে কেন এত ভাবনা ?
রবিবার, ২০ মে, ২০১২
এই হল আমার দেশের গর্ব . আমরা তার জন্য কিছু বলতে পারি এবং করতে পারি , যিনি নিজ প্রচেস্ত্টাতে আপন দেশের জন্য কিছু করতে চায় .বা করে
আর এর বিপরীতে দেখুন আমাদের দেশের নেত্রী নিজের স্বার্থ ও আপন জনবল বৃদ্ধি করার জন্য উঠে পরে লেগেছে একে অপরের পিছে . তারা বাংলার সাধারণ জনগনের কথা না ভেবে . আমাদের দেশের কথা না ভেবে তারা লেগে আছেন পিতা আর পতি নিয়ে .তারা ভাবছে না দেশের বর্তমান ও আগামী
দিনের কথা . আর আমরা সাধারণ জনগণ ও ভাবিনা এই দুই নেত্রীকে ছাড়া . কেন আমরা অবুঝ থেকে বেরিয়ে আসি না. আমাদের কি উচিত না আমার দেশের জন্য ভালো কোনো লোককে বেছে নেওয়া ?
আর এর বিপরীতে দেখুন আমাদের দেশের নেত্রী নিজের স্বার্থ ও আপন জনবল বৃদ্ধি করার জন্য উঠে পরে লেগেছে একে অপরের পিছে . তারা বাংলার সাধারণ জনগনের কথা না ভেবে . আমাদের দেশের কথা না ভেবে তারা লেগে আছেন পিতা আর পতি নিয়ে .তারা ভাবছে না দেশের বর্তমান ও আগামী
দিনের কথা . আর আমরা সাধারণ জনগণ ও ভাবিনা এই দুই নেত্রীকে ছাড়া . কেন আমরা অবুঝ থেকে বেরিয়ে আসি না. আমাদের কি উচিত না আমার দেশের জন্য ভালো কোনো লোককে বেছে নেওয়া ?
আমাদের দেশের্ পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে এতে কোন কিছু মন্তব্য করা কঠিন হয়ে পরেছে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)