My thoughts
সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪
শনিবার, ২৮ জুলাই, ২০১২
সেই ভোর বেলাতে সূর্য্য উঠেছে , তার সঙ্গে আমিও বাগান সাজাতে বসেছিলাম এক সময় তা পরিপূর্ণ করে তুলেছিলাম সেই বাগান , অনেক আশা প্রত্যাশার পর অনেক যত্নে বাগানে ফুল ফুটিয়েছিলাম .কখনও ছুয়ে দেখিনি মলিন হবার ভয়ে , কখনও সুবাস নেবার চেষ্টা করিনি ঝরে যাবার ভয়ে ..মন দিয়ে অতি যত্নে বাগান গড়েছিলাম .শুধু পাশ হতে সবকিছু উপলব্ধি করেছি .. হৃদয়ের মাঝে ..আর পরিচর্চা করেছি মন থেকে ..কখনো স্পর্শ করেনি হৃদয়ে আঘাত লাগবে বলে .কোনো সপ্নেও ভাবিনি যে এত যত্নে গড়া বাগান আপন হাতেই নষ্ট করতে হবে ..এবং ভুলে যেতে হবে আনন্দ ময় অনুভুতি গুলো .......!!! মোহাম্মদ মিলন
সোমবার, ৪ জুন, ২০১২
দিনের শেষে রাত্রি আসে ,সেও চলে যাবার জন্য উদগ্রীব হয়ে থাকে . সময় যেন তার নিয়ন্ত্রণকে অতিক্রম করে খুব দ্রুত চলতে চায় ,সময় চলে যায় আমার বয়স বাড়ে.কিন্তু নির্দিষ্ট সময়ের বানানো স্বপ্ন ,তা যেন পূর্ণ হতে চায় না .সবকিছু যেন কুয়াশার আড়ালে চলে .আপন জীবন ভবিশ্যত এর স্বপ্ন বুনতে চাইলে ,সেখানে অনেক কিছুই ছকে আকা হয়ে যায় ক্ষনিকের মাঝে ,মনে হয় কে যেন একে দিয়ে গেল মনের ব্যানারে কোন Professional artist বিনা রং তুলির আচড়ে. কত সুন্দর সাজানো চিত্র ভেসে বেড়ায় দুচোখের সামনে ,মনে হয় যেন সব কিছু হয়ে গেছে . শুধু তার দুয়ার উন্মোচন করার অপেক্ষায় দাড়িয়ে আছে স্বজনেরা . আমি যেন তা উন্মোচনের প্রধান অতিথী .কিন্তু সবকিছু যে সৃষ্টিকর্তার হাতে রয়ে গেছে এটা যেন ভাবতেই চাই না , তাই আজ আমরা মনের খেয়ালে ,শয়তানের ধোকায় যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছি .!!!!!!!! এম ,মোহাম্মদ
শনিবার, ২ জুন, ২০১২
সময় বয়ে চলেছে তার আপন গতিতে , কিন্তু মন চলে যায় তার আপন অতীত দিনগুলির মাঝে . খুজে বের করে অতীত দিনের আনন্দঘন মহুর্তকে . অতীত দিনগুলির আনন্দঘন ব্যস্তময় প্রতিম্হুর্ত আজ মনের মাঝে ভেসে বেড়ায়.
মনে হয় যেন কোনো চালক নির্মাতার চলমান কাহিনী চিত্র সুন্দর করে চালাচ্ছে দৃশ্যমান ভাবে , ছবির পর্দার চেয়েও স্পষ্ট .
আর তা অদৃশ্যতার বেড়াজালে আটকানো রয়েছে , হাসি আড্ডা আর ক্স্তমাখা মুহুর্তগুলো . তাইতো বার বার সামনে ভেসে ওঠে আর বর্তমান সময়ের মাঝে আধিপত্য বিস্তার করে . সত্যি তা দারুন আনন্দময় ও কষ্টের অতীত মুহুর্তগুলি ! M. Mohammad
বৃহস্পতিবার, ৩১ মে, ২০১২
"The night is very sleepy
The moon is also lost in its own mood.
Say, whatever is there in your heart
Every moment, at every place
I can see your vision.
Without you, even a single moment
My heart is very restless.
I keep searching you over here
I keep searching you over there.
The occasion is very pleasant
The moonlight is spread across everywhere
Say, whatever there in your heart"
M-Mohammad
সোমবার, ২৮ মে, ২০১২
ভয় পেলাম
জীবনের খোজে আমি মরনের কতখানি কাছে এসে গেছি.
যখন ভাবলাম তখন ভয় পেয়ে গেলাম
কোথা হতে আজ আমি কোথায় এলাম ?
আমি এমন এক সফরে চলেছি যার কোনো ঠিকানা নেই ,
আমি সারা জীবন যা করেছি তার কোনো সফলতা নেই .
এক খুশির খোজে ছিলাম আমি, কতখানি দুঃখ পেলাম
যখন ভাবলাম আমি ভয় পেয়ে গেলাম .
ভাব আমি কতখানি বেকায়দায় ছিলাম
যাহা ছিলনা করার তাও করে গেলাম .
পিছন ফিরে দেখলাম যখন
আমার অবস্থা দেখে আমি,ভয় পেলাম
এম ,মোহাম্মদ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)