সোমবার, ৪ জুন, ২০১২

দিনের শেষে রাত্রি আসে ,সেও চলে যাবার জন্য উদগ্রীব হয়ে থাকে . সময় যেন তার নিয়ন্ত্রণকে অতিক্রম করে খুব দ্রুত চলতে চায় ,সময় চলে যায় আমার বয়স বাড়ে.কিন্তু নির্দিষ্ট সময়ের বানানো স্বপ্ন ,তা যেন পূর্ণ হতে চায় না .সবকিছু যেন কুয়াশার আড়ালে চলে .আপন জীবন  ভবিশ্যত এর স্বপ্ন বুনতে চাইলে ,সেখানে অনেক কিছুই ছকে আকা হয়ে যায় ক্ষনিকের মাঝে ,মনে হয় কে যেন একে দিয়ে গেল মনের ব্যানারে কোন Professional artist বিনা রং তুলির আচড়ে. কত সুন্দর সাজানো চিত্র ভেসে বেড়ায় দুচোখের সামনে ,মনে হয় যেন সব কিছু হয়ে গেছে . শুধু তার দুয়ার উন্মোচন করার অপেক্ষায় দাড়িয়ে আছে স্বজনেরা . আমি যেন তা উন্মোচনের  প্রধান অতিথী .কিন্তু সবকিছু যে সৃষ্টিকর্তার হাতে রয়ে গেছে এটা যেন ভাবতেই চাই না , তাই আজ আমরা মনের খেয়ালে ,শয়তানের ধোকায় যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছি .!!!!!!!! এম ,মোহাম্মদ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Related Posts Plugin for WordPress, Blogger...