সেই ভোর বেলাতে সূর্য্য উঠেছে , তার সঙ্গে আমিও বাগান সাজাতে বসেছিলাম এক সময় তা পরিপূর্ণ করে তুলেছিলাম সেই বাগান , অনেক আশা প্রত্যাশার পর অনেক যত্নে বাগানে ফুল ফুটিয়েছিলাম .কখনও ছুয়ে দেখিনি মলিন হবার ভয়ে , কখনও সুবাস নেবার চেষ্টা করিনি ঝরে যাবার ভয়ে ..মন দিয়ে অতি যত্নে বাগান গড়েছিলাম .শুধু পাশ হতে সবকিছু উপলব্ধি করেছি .. হৃদয়ের মাঝে ..আর পরিচর্চা করেছি মন থেকে ..কখনো স্পর্শ করেনি হৃদয়ে আঘাত লাগবে বলে .কোনো সপ্নেও ভাবিনি যে এত যত্নে গড়া বাগান আপন হাতেই নষ্ট করতে হবে ..এবং ভুলে যেতে হবে আনন্দ ময় অনুভুতি গুলো .......!!! মোহাম্মদ মিলন